প্রতিষ্ঠানের নাম ও ঠিকানাঃ হর্টিকালচার সেন্টার,ঝিনাইদহ
প্রতিষ্ঠানের বিবরণঃ ঝিনাইদহ সদর উপজেলার এইচ এস রোড ,গোরস্থা এর পূর্ব পার্শে অবস্থিত।
উদ্দেশ্যঃ উদ্যানতাত্তিক ফসলের চারা/ কলম/বীজ উৎপাদন, বিতরণ, কৃষক/কৃষাণী প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ এবং ফলদ,বনজ ও ঔষধী চারা রোপনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন সাধন করা।
মোট জমির পরিমান ও ব্যবহার (হেক্টরে): ০.৬ একর
সেন্টারের সেবা সমূহ-
প্রশিক্ষণ
কৃষকদের কারিগরি সহায়তা প্রদান।
বিভিন্ন উদ্যান ফসলের নতুনজাত প্রবর্তন।
সরকার নির্ধারিত সূলভ মূল্যে উন্নত মানের উদ্যান ফসলের চারা/কলম বিতরণ।
বিদ্যমান সুবিধাদি
(ক) বিভিন্ন উদ্যান ফসলে নতুন নতুন জাত প্রদর্শন।
(খ) কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে পরামর্শ ও ব্যবস্থাপত্র প্রদান।
(গ) চারা কলম উৎপাদন এবং সরকার নির্ধারিত স্বল্পো মূল্যে চারা/কলম বিতরণ।
(ঘ) বিভিন্ন প্রকার ফলবাগানের প্রদর্শনী স্থাপন।
(ঙ) কৃষক এবং নার্সারি-ম্যান প্রশিক্ষণ।
সেন্টারে প্রদর্শিত প্রযুক্তি সমূহ
(১) গ্রাফটিং/লিয়ারিং এর মাধ্যমে উন্নতমানের চারা/কলম উৎপাদন।
(২) ফলগাছ পরিচর্যা।
(৩) বিভিন্ন ফলের নতুন নতুন জাত প্রদর্শন।
(৪) সৌন্দর্য বর্ধন।
(৫) ফলগাছের সার ব্যবস্থাপনা।
(৬) ড্রাগন প্রর্দশনী।
(৭) চুইঝাল চাষ পদ্ধতি।